গারো পাহাড় পর্যটন কেন্দ্র হালুয়াঘাট গাবরাখালী । Garo Pahar Gabrakhali Haluaghat

 


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌরশহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা গারো পাহাড়। ওই পাহাড় ঘেরা গাজিরভিটা ইউনিয়নের গাবরাখালী গ্রামে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র |

সবুজের সমারোহ ও গজারী বাগানের মনোহারি দৃশ্য দেখে দর্শনার্থীদের চোখ ফেলা বড় দায়। ১২৫ একর এলাকা জুড়ে ছোট-বড় ৬৭টি পাহাড় নিয়ে গঠিত পর্যটন কেন্দ্রটির পাহাড়গুলো প্রায় ৭০ফুট থেকে ২০০ফুট উচু। যার উপর থেকে দেখা মেলে ইন্ডিয়ান বর্ডার। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র। জেলা প্রশাসক এর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা থেকে অপার সৌন্দর্যে ঘেঁরা মনোরম পরিবেশে পিকনিক স্পট মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের।

প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা। দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে এই গারো হীল পর্যটন কেন্দ্র। চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে।এই পিকনিক স্পটে সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে। অপার সম্ভাবনাময় এ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আকৃষ্ট করতে ইতোমধ্যে নেয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা।

বাংলাদেশের যেকোন স্থান থেকে ভ্রমনপিপাসু গাবরাখালী পর্যটন কেন্দ্রে আসতে চাইলে প্রথমে ময়মনসিংহ শহরের শম্ভুগন্জ ব্রীজ মোড় থেকে বাসে করে হালুয়াঘাট উপজেলা বাসস্ট্যান্ডে আসতে হবে। হালুয়াঘাট উপজেলা বাসস্ট্যান্ড থেকে সিএনজি অথবা যে কোন যানবাহনযোগে গোবড়াকুড়া হয়ে বর্ডার রোডে খুব সহজেই আসা যায় অপার সৌন্দর্যমন্ডিত ও প্রকৃতির স্বর্গরাজ্য গাবরাখালী গারো পাহাড় ও পর্যটন কেন্দ্রে।

Previous Post Next Post

نموذج الاتصال