নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকার ইটাখলা নামক স্থান থেকে ইমরান ফারাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা-কেন্দুয়া আঞ্চলিক সড়কের মদনপুর সঞ্জু মিয়ার ফিশারির সামনে ইটাখলা নামক স্থানে পড়েছিল লাশটি। নিহত ইমরান মদনপুর পশ্চিমপাড়া জিন্নতুল ফারাসের ছেলে। স্থানীয় একটি মাজারের সামনে চায়ের দোকান ছিলো তার। সেখানে পড়ে থাকা ক্ষতিগ্রস্থ একটি মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, স্থানীয় পথচারী খবর দিলে সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখতে পাই। কাছাকছিই পড়েছিলো মোটরসাইকেলটিও।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনা। ভোরে বেশ কুয়াশা ছিলো। তার উপর নেত্রকোনা কেন্দুয়া সড়কে প্রচুর গাড়ি চলাচল করে। কোনও গাড়ি হয়তো ধাক্কা দিয়ে পালিয়েছে।
তিনি জানান, যেহেতু প্রত্যক্ষদর্শী নেই তাই ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ। আমরা সুরতহালে দেখেছি কিছু জখম রয়েছে।
Tags
News