নালিতাবাড়ী প্রতিনিধি: কার্যক্ষমতা বাড়াতে শেরপুরের নালিতাবাড়ী শহরের ভোগাই নদীর উপর নির্মিত ভোগাই সেতুর সংস্কার করতে যাচ্ছে সেতুটির মালিকানাধীন প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তর। ফলে সেতুটিতে ৬ দিন যানবাহন ও যাত্রীচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। পরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে শেরপুর সড়ক ও জনপদ অধিদপ্তর জানায়, ভোগাই সেতুর রেস্টিফিকেশনের কাজ চলমান রয়েছে। ভোগাই সেতুর Bearing Plate Replacement করার নিমিত্তে ভোগাই সেতুর গার্ডার Lifting কল্পে ৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে ৬ ফেব্রুয়ারী রাত ১২ টা পর্যন্ত যানবাহন ও জনসাধারণ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। উক্ত সময় সকল যানবাহন ও যাত্রীসাধারণকে বিকল্প সড়ক হিসেবে মরিচপুরান-পিছলাকুড়ি রাবার ড্যাম সড়ক অথবা নাকুঁগাও স্থলবন্দর সড়ক অনুরোধ করা হয়েছে।
Tags
News