হালুয়াঘাটে 'ডুসাহর' ইফতার মাহফিল, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
এক আজ ২৯ শে মার্চ,২৮ শেষ রমজান রোজ শনিবার, ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ৩০০ আসন বিশিষ্ট অডিটরিয়ামে হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব হালুয়াঘাটের (ডুসাহর) ইফতার মাহফিল, নবীন শিক্ষার্থী বরণ সংবর্ধনা অনুষ্ঠান।
সভাপতিত্ব করেন আমির হামজা এবং সঞ্চালনায় ছিলেন রজব সালার খান সাওন ও আবু বক্কর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলীনূর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিসেস জান্নাত।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাদ্রাসা-ই-আলীয়ার সাবেক অধ্যাপক জনাব মুস্তাফিজুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদেরকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি, চাকরিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সমাপনীতে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং সকলের সার্বিক সাফল্য কামনা করেন।