হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও সম্মেলন অনুষ্ঠিত
"আসুন আমরা সবাই মিলে আলোকিত হালুয়াঘাট গড়ে তুলি" এই স্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েনের ঈদ পূর্ণমিলনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২ এপ্রিল ২০২৫) হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে ঈদুল ফিতর উপলক্ষে এই আয়োজন করা হয়।
ঈদ পূর্ণমিলনী ও সম্মেলন অনুষ্ঠানে হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলী মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাত।
এসময় অনুষ্ঠান উদ্বোধন করেন হালুয়াঘাট ও ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা শিল্পী সন্তু সাহা। স্বাগত বক্তব্য রাখেন ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নাজমুল হুদা আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম রতন।
গারো পাহাড়ের অপার সৌন্দর্যে ঘেঁরা মনোরম প্রাকৃতির মাঝে আনন্দঘন পরিবেশে র্যাফেল ড্র, সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা এবং হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রবাসী শাখাসহ ৩টি নতুন কমিটি ঘোষণা করাসহ দিনব্যাপি নানান কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভ্রাতৃপ্রতিম সংগঠন ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন শাখা, হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন নারায়নগঞ্জ জেলা শাখা, হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন গাজীপুর জেলা শাখা, হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন শেরপুর জেলা শাখা, হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন, ঢাকা জেলা শাখা, হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ভালুকা থানা শাখা অংশগ্রহণ করে।
ঢাকাস্থ হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। হালুয়াঘাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা ঢাকায় বসবাস করেন তাঁরা হালুয়াঘাটের সামাজিক উন্নয়নে লক্ষ্যে এ সংগঠনটি গড়ে তুলেন। ২০০৭ সালে ৩০ জন সদস্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হলেও বর্তমানে সদস্য সংখ্যা হাজার ছাড়িয়েছে।
ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলাসহ প্রবাসী শাখা গঠন করা হয়েছে। ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকুরীজীবি, আইনজীবি, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিজেদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষের জন্য তাঁরা কল্যাণমূলক কাজ করার চেষ্টা করছে বলে জানা যায়।
হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদ পূর্ণমিলনী ও সম্মেলন অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করেন।
২ এপ্রিল, ২০২৫