Magspot Blogger Template

নাগলার ধোপাগুছিনা যুব সংঘের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 




নাগলার ধোপাগুছিনা যুব সংঘের শুভ উদ্বোধন ও বৈশাখী সাংস্কৃতিক উৎসব উদযাপন


হালুয়াঘাট, ১৪ এপ্রিল:

"এসো হে বৈশাখ, এসো এসো — মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধারা।"

বৈশাখের প্রথম দিন, বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে হালুয়াঘাট উপজেলার ধোপাগুছিনা গ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ধোপাগুছিনা যুব সংঘের শুভ উদ্বোধন ও বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান।


উৎসবমুখর এই দিনটিতে ধোপাগুছিনা যুব সংঘের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় এলাকার প্রতিভাবান শিল্পীরা। অনুষ্ঠান উপভোগ করেন নানা বয়স ও শ্রেণিপেশার মানুষ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোপাগুছিনা যুব সংঘের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব জাকির হোসেন।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন খান।


বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—


জনাব জুনাইদ আল হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক


জনাব সুলতান মিয়া, সিনিয়র সহ-সভাপতি


জনাব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক



বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধোপাগুছিনা যুব সংঘের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে।”


এলাকাবাসী এই আয়োজনে সন্তোষ প্রকাশ করে জানান, সমাজের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

Previous Post Next Post

ads

Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال