ময়মনসিংহের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব সাগর সরকার
নিজস্ব প্রতিবেদক*
২০ এপ্রিল ২০২৫, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব সাগর সরকার। তাঁর পেশাদারিত্ব, নিষ্ঠা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।
আজ রবিবার সকাল ১০:৩০টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই অপরাধ পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, মামলার অগ্রগতি এবং ওয়ারেন্ট নিষ্পত্তির বিষয়ে আলোচনা হয়।
সভায় মার্চ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।